খালেদা জিয়ার মামলার রায়ের বাকি আর দুই ধাপ ‘আসলাম জ্বরে’ আক্রান্ত কূটনীতির সম্পর্কআফজাল বারী : নেতৃত্বশূন্যতার ঝড়ের আশঙ্কায় ভুগছে বিএনপি। বর্তমান সরকারের মেয়াদ যত ফুরাচ্ছে এই আশঙ্কার ডালপালা তত বিস্তৃত হচ্ছে। সেনানিয়ন্ত্রিত সরকারের (১/১১) সময়ের চেয়ে এবারের রাজনৈতিক ঝড়ের গতি...