Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাটিরাঙ্গায় নিখোঁজ মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

মাটিরাঙ্গা উপজেলা সংবাদদাতা : নিখোঁজ হওয়ার চারদিন পর মাটিরাঙ্গা উপজেলাধীন রিছাং ঝর্নার কাছাকাছি দুর্গম পাহাড় থেকে মোটরসাইকেল চালক আজিজুল হাকিম শান্ত‘র লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বেলা সোয়া ১১ টার দিকে আলুটিলার গভীর জঙ্গলে তার জবাই করা লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে অপহরণের দিনেই তাকে জবাই করে তার মোটরসাইকেলকে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
এদিকে নিখোঁজ হওয়া মোটর সাইকেল চালক আজিজুল হাকিম শান্ত’র লাশ উদ্ধারের পর বিক্ষুব্ধ সাধারণ জনগণ খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে রাস্তার গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে রেখেছে। ফলে বেলা সাড়ে এগারটা থেকে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এসময় বিক্ষুব্ধরা মাটিরাঙ্গা বাজারের সকল দোকানপাট বন্ধ করে দিয়েছে। হত্যাকারীদের গ্রেফতার ও মোটরসাইকেল চালকদের নিরাপত্তার দাবীতে বিক্ষুব্ধ বাঙ্গালীরা বিক্ষোভ সমাবেশ করেছে।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. জিল্লুর রহমান পিএসসি-জি, মাটিরাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান, সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) মো. হুমায়ুন কবীর, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক সড়ক অবরোধ তুলে নিতে বিক্ষুব্ধদের সাথে দফায় দফায় কথা বলেন। তারা ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাসে প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধের পর বেলা দুইটার দিকে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ বাঙ্গালীরা।
এদিকে অবরোধ তুলে নেয়ার পর বিক্ষুব্ধ মোটরসাইকেল চালকদের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো: জিল্লুর রহমান পিএসসি-জি ও মাটিরাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় তারা শান্ত‘র হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দিয়ে তাদেরকে শান্ত থাকার অনুরোধ করেন। তারা অপরাধীদের ধরতে পুলিশকে সহযোগিতার আহবানও জানান। এসময় নিহতের পরিবারকে মাটিরাঙ্গা সেনা জোন ও মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
স্থানীয় বাঙ্গালীরা এ ঘটনার জন্য উপজাতীয় সন্ত্রাসীদের দায়ী করলেও পুলিশ বলছে তদন্ত ছাড়া এ হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত তা বলা সম্ভব নয়। ধন বিকাশ ত্রিপুরা নামে একজনকে আটক করেছে পুলিশে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে আরো দুই জনের নাম বলেছে বলে জানিয়েছে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: সাহাদাত হোসেন টিটো। এ ঘটনায় মামরা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এদিকে মোটর সাইকেল চালক আজিজুল হাকিম শান্ত’র লাশ উদ্ধারের খবরে তাদের নতুনপাড়ার বাড়িতে শোকের মাতম শুরু হয়েছে। পুত্র শোকে বার বার মূর্ছা যাচ্ছে শান্ত‘র মা-বাবা। আর নির্বাক হয়ে ঘরের এক কোণে বসে আছে স্বামী হারা স্ত্রী।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে নিখোঁজ রয়েছে মোটর সাইকেল চালক মো: আজিজুল হাকিম শান্ত। চারদিন ধরে তাকে বিভিন্ন স্থানে খোঁজ করার পর আজ বেলা সোয়া ১১ টার দিকে আলুটিলার গভীর জঙ্গলে তার জবাই করা লাশ পাওয়া যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ