কলাপাড়ায় পৃথক ঘটনায় নিহত ২
প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম
পটুয়াখালী জেলা সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শহরে মালবাহী ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল রহিম ঢালি (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক মোটরসাইকেল আরোহী আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা শহরের মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজসংলগ্ন এই ঘটনা ঘটে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
অপরদিকে সকাল ১০টার দিকে উপজেলা পাখিমারা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকে কর্মরত মজিবুর রহমানের মেয়ে ইতি (৩) বাড়ির পুকুরে ডুবে যায়। এ সময় পরিবারের সদস্যরা ইতিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।