Inqilab Logo

শুক্রবার, ২১ জুন ২০২৪, ০৭ আষাঢ় ১৪৩১, ১৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কলারোয়ায় আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, পুলিশের লাঠি চার্জে আহত ৩

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : কলারোয়ায় গত কয়েক দিন যাবত বিরোধী দলীয় প্রার্থীদের উপর সন্ত্রাসী তৎপরতার রবিবার ইউপি নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই গ্রুপ কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ লাঠি চার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় ৩ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিগত কয়েক দিন যাবত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধী দল বিএনপির প্রার্থীদের কাগজপত্র, মনোনয়ন কেড়ে নিয়ে, বাড়িতে যেয়ে সন্ত্রাসী তৎপরতা চালায়ে নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখা হয়। কিন্তু রবিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন ও সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আমিনুল ইসলাম লালটু এবং তাদের লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। কিছুক্ষণ পরে বেলা ১০টার দিকে এই দুই গ্রুপের চেয়ারম্যান প্রার্থী পাচনল গ্রামের রবিউল ইসলাম উপজেলা মোড়ে যুগিখালী গ্রামের কামরুল ইসলামে বেধড়ক মারপিট করে আহত করে। এদিকে বেলা ১১:২০এ উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে কুশোডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর ভাই রায়টা গ্রামের জাহাঙ্গীরকে বেধড়ক মারপিট করে গায়ের পোশাক ছিঁড়ে দেওয়া হয়। এসময় সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুলিশ লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের লাঠি চার্জে ইলিশপুর গ্রামের সন্ত্রাসী সুলতান ডাকাত আহত তবে পুলিশের পাশে উপজেলা পরিষদ চত্বরে সন্ত্রাসীরা অবস্থান করায় বিরোধী প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে পারছে না। কাশিয়াডাঙ্গার মেম্বর প্রার্থী রেজাউল ইসলাম সহ ২ জনের মনোনয়ন পত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে। তবে কৌশলে ১/২ বিরোধী দলীয় প্রার্থী টাকার বিনিময়ে সন্ত্রাসীদের হাত করে মনোনয়ন পত্র জমা দিতে সক্ষম হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ