Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে বোমাবাজি ও গুলি

প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৩:১০ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০১৬

যশোর ব্যুরো : যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে বোমাবাজি ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ১৫ রাউন্ড ফাঁকা গুলি করে। ঘটনায় গোটা এমএম কলেজ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন সংগঠন, শ্রেণি ও পেশার মানুষ ফুল না দিয়েই বাড়ি ফিরে যায়। পুলিশ রোববার এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছে। সন্দেহজনকভাবে আটক হয়েছে ৬জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসক ড. হুমায়ূন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমান শহীদ মিনারে ফুল দিয়ে নেমে যাওয়ার পরপরই ব্যাপক বোমাবাজি শুরু হয়। পুলিশ বলেছে, দুর্বৃত্তরা বোমাবাজি ও গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে। তদন্ত করা হচ্ছে। স্থানীয় সূত্র বলছে, ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে বোমাবাজির ঘটনা ঘটেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ