Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ক্রিকেটারদের জন্য নিরাপত্তা মহড়া

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : মহড়ার মাধ্যমে ক্রিকেটারদের নিরাপত্তা ব্যবস্থা আরও নিশ্ছিদ্র করা বিষয়টি নিশ্চিত করল পুলিশ।

রোববার সকাল ৮টায় অনুষ্ঠিত ১৫ মিনিটের এই মহড়ায় দেখানো হলো ‘রুদ্ধশ্বাস’ অভিযানের মধ্যে দিয়ে কিভাবে ‘জিম্মি’ ঘটনার অবসান করা যায়। হোটেল থেকে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে যাওয়ার পথে যদি কোন আক্রমণের ঘটনা ঘটে কিভাবে মোকাবেলা করা হবে তার মহড়া দিল পুলিশ।

‘খেলোয়াড়’দের বহনকারী গাড়িটি রেডিসন ব্লু থেকে বেরিয়ে ইস্পাহানী মোড়ের দিকে যাচ্ছে। সামনে-পিছনে আর দুপাশে পুলিশ বিশেষ নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে খেলোয়াড়দের গাড়িটিকে। এর মধ্যেই ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সামনের সড়কে আড়াআড়ি করে পিকআপ ভ্যান রেখে খেলোয়াড়দের গাড়ি আটকানোর চেষ্টা করল ‘জিম্মিকারীরা’! এরপর পরেই চারপাশ থেকে পুলিশের যৌথ অভিযান শুরু হল। জিম্মিকারীদের পিকআপ ভ্যানটিকে ক্রেন দিয়ে উপড়ে ফেলা হলো মুহূর্তেই। হঠাৎ বিকট আওয়াজে ফুটল দুটি সাউন্ড গ্রেনেড। অপরাধীরা কেউ ধরা পড়ল কেউ পালিয়ে গেল। নিরাপদ খেলোয়াড়রা। খেলোয়াড়দের গাড়িটিকে নির্ধারিত সময়ে পৌঁছে যায় স্টেডিয়ামে। পরে সেখানে খেলা চলার সময় নিরাপত্তাজনিত কোনো সমস্যা তৈরি হলে কীভাবে খেলোয়াড়দের নিরাপদে সরিয়ে নেওয়া হবে, তারও আরেক দফা মহড়া হলো।
এই মহড়ার মূল উদ্দেশ্য ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য ওয়ানডে ও টেস্ট সিরিজ উপলক্ষে কিরকম নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে তা উপস্থাপন। যার মাধ্যমে যেকোনো নাশকতা মোকাবিলা করে কিভাবে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে সিরিজটি সফলভাবে শেষ করা যায় যা দেখানো হলো।

পুলিশের এই বিশেষ মহড়ায় নেতৃত্ব দেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্যসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য অংশ নেন। এর আগে ৬ অক্টোবর এক সংবাদ সম্মেলনে জহুর আহম্মেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচ চলাকালীন সময়ে ৬ স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে বলে জানিয়েছিলেন পুলিশ কমিশনার ইকবাল বাহার।

আগামী ১২ অক্টোবর বাংলাদেশ ও ইংল্যান্ড দলের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচ এবং ২০ থেকে ২৪ অক্টোবর সিরিজের প্রথম টেস্ট ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে। টেস্ট সিরিজ শুরুর আগে ১৪ থেকে ১৫ এবং ১৬ থেকে ১৭ অক্টোবর এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ