কমলনগরে প্রেমের জেরে খুন করা হয় মাকছুদকে
প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম
লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগরে বিধবার সঙ্গে প্রেমের জের ধরে মাকছুদ রহমানকে (২২) হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত শরিফ (২০) আদালতে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। গতরাতে কমলনগর ওসি কবির আহাম্মদ এবং মামলার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাইদুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার বিকেলে মো. শরিফ (২০) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
শরিফ কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাবলু মিয়ার ছেলে। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুর রহমান ভূঁইয়া জানান, সন্দেহজনকভাবে শরিফ নামে এক যুবককে আটক করে আদালতে পাঠানো হয়। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি থেকে জানা গেছে, লরেন্স বাজারের পাশে চর জাঙ্গালিয়া গ্রামের এক বিধবার সঙ্গে যুবক মাকছুদের প্রেম চলছিল। এতে ওই বিধবার ছেলে ক্ষিপ্ত হয়ে তার ৪ সহযোগীকে নিয়ে ২৮ মে শনিবার রাতে শ্বাসরোধ করে তাকে হত্যার পর লাশ টয়লেটের ট্যাঙ্কির মধ্যে লুকিয়ে রাখেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শরিফকে আটক করার পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। বিধবার ছেলেসহ জড়িত অপর ৪ যুবককে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গত ২৮ মে রাতে চর লরেন্স ইউনিয়নের বাসিন্দা এনায়েত উল্যার ছেলে মাকছুদ নিখোঁজ হন। নিখোঁজের ৯ দিন পর ৬ জুন উপজেলার লরেন্স বাজারের পাশে সানা উল্যাহ বাড়ির টয়লেটের ট্যাঙ্কি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার নিহতের ভাই কয়েকজনকে অজ্ঞাত আসামি করে কমলনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।