ডিপিএইচই’র পানি ও স্যানিটেশন প্রকল্প সুবিধা পাবে ৩০ পৌরসভার প্রায় ৫০ লাখ বাসিন্দা
দেশের ৩০টি পৌরসভার প্রায় ৬ লাখ সুপেয় পানির সংযোগ দেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)। পাশাপাশি
শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের জাতীয় সম্মেলন গতকাল শুরু হয়েছে। দু’দিন ব্যাপী সম্মেলনে গতকাল প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, স্বাধীনতার পূর্ব থেকেই খেলাঘরের ভূমিকার জন্য দেশ গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক ধারায় এগিয়ে যাচ্ছে। যারা দেশকে পাকিস্তান বানাতে চায়, পেছনের দিকে নিয়ে যেতে চায়, তাদের প্রতিহত করতে খেলাঘরের অসা¤প্রদায়িক আন্দোলন আরও বেগবান করতে হবে।
বাংলাদেশ শিশু একাডেমিতে দু’দিন ব্যাপী এ সম্মেলন উপলক্ষে বসেছে সারা দেশের খেলাঘর পরিবারের মিলন মেলা। দেশের অর্ধশতাধিক জেলা, মহানগর ও অঞ্চলের শাখা আসরগুলোর ছয় শতাধিক প্রতিনিধি এবং সহস্রাধিক ভাই বোন এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন। এ আসরে ভারতের পশ্চিমবঙ্গের বন্ধুপ্রতিম সংগঠন ‘সব পেয়েছির আসর’ ও ‘কিশোর বাগিনী’র পাঁচজন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।
খেলাঘর আসর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় সম্মেলনের উদ্বোধনী আয়োজনে বাল্য বিয়ে প্রতিরোধকারী মনিকাকে ‘বিজয়িনী যোদ্ধা তুমি’ উপাধিতে ভূষিত করে তাকে খেলাঘরের আজীবন সদস্য করা হয়েছে। তাকে দেওয়া হয় উত্তরীয়, মানপত্র ও আর্থিক সম্মাননা। খেলা ঘরের প্রতিষ্ঠাতা শহীদ শহীদুল্লাহ কায়সার স্মরণে ‘শহীদুল্লাহ কায়সার পদক’ পান সম্মেলনের উদ্বোধক জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।
অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীমোস্তফা জব্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জমান, অধ্যাপক নিরঞ্জন অধিকারী, অধ্যাপক প্রনয় সাহা, আবদুল মতিন ভূঁইয়া, মো. সাহাবুল ইসলাম বাবু, শিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী ও বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন।
অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, দেশপ্রেম গড়ে তোলা এবং শিশু কিশোরদের শারীরিক-মানসিক বিকাশের লক্ষে পরীক্ষায় কিছু নম্বর কম পেলেও অভিভাবকদের উচিত শিশুদের শিশু সংগঠনে যোগ দেওয়ানো। ##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।