Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:২৯ পিএম

রাউজানে স্কুল আঙিনায় ফুলের বাগান
প্রশান্তি পেতে ফুলপ্রেমীদের প্রতিনিয়ত আগমন
রাউজান (চট্টগ্রাম) থেকে এম বেলাল উদ্দিন: ফুলকে ভালোবাসে না এমন লোক কমই পাওয়া যাবে। ফুলের দৃশ্যের মাঝে মানুষ হারিয়ে ফেলে সমস্ত দুঃখ বেদনা। ফুল মানুষকে আকৃষ্ট করার পেছনে প্রকৃতি কাজ করে। গতকাল মঙ্গলবার তখন বিকাল ৫টা ১৫মিনিট চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের লাগুয়া রাউজানের প্রাচীনতম গহিরা এজেওয়াইএমএস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দৃষ্টিনন্দন ফুলের বাগানের দিকে চোখ গেলে দেখা যায়, অসংখ্য যুবক ফুল বাগান ঘিরে আনন্দ উপভোগ করছেন। তখন দেখাযায় ফুল বাগানকে নিয়ে সেলফি তুলতে ব্যস্ত অনেকেই। গিয়ে দেখাগেল ফুলকে ভালোবাসতে, ফুলের সুগন্ধি নিতে অসংখ্য যুবক প্রতিদিন বিকেলে অবসর সময়ে ছুটে আসেন সে স্কুল প্রাঙ্গণে। ফুল বাগান দেখতে আসা ফুলপ্রেমীক ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র শফিকুর রহমান, আশিকুল্লাহ, মিজান উদ্দিন বলেন, ক্লাস চলাকালীন সময়ে ফুল বাগানে এসে তৃপ্তি মিটাতে না পাড়ায় প্রতিদিন বিকালে ফুলবাগান দেখতে আমরা বাড়ি থেকে ছুটে আসি। গহিরা চৌমহনী কাপড় টেইলার্স মোহাম্মদ সাকিব বললেন, ফুল আমাকে আকৃষ্ট করে তাই দৈনিক একবার এই ফুলবাগান দেখার জন্য আসতে হয়। চট্টগ্রাম শহরের সাবরেজিস্ট্রার অফিসে কর্মরত মোহাম্মদ আবু রাসেল রনি জানান, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার ফাঁকে একবার এই ফুলবাগান না দেখে বাড়ি যেথে পারি না। ওই এলাকার পৌর কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল বলেন, এই ফুলবাগানের ফুলগুলো দেখলেই মন ভরে যায়। সমস্ত দুশ্চিন্তা মুছে যায় মন থেকে। তিনি জানান, আশ্চার্য্য বিষয় হচ্ছেÑ কয়েক হাজার ফুল ফুটে রয়েছে, একটি ফুলও কেউ হাত লাগিয়ে ছিড়েছে এমন প্রমাণ নেই। স্কুলের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ খুব যতœ সহকারে এ বাগানটি উপজেলা প্রশাসনের সহযোগিতায় গড়ে তুলেছেন। স্কুলের শত শত ছাত্রছাত্রীদের জন্য এ ফুলবাগান প্রতিটি মানুষে জীবন ফুলের মতো হওয়ার শিক্ষা দিচ্ছে। এ ফুলবাগানটি বর্তমানে বিনোদনের স্পটে পরিণত হয়েছে।
রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা বলেন সুন্দর ও পরিচন্ন রাউজান গড়ার লক্ষে রাউজানের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল-কলেজ, মাদরাসা, সরকারি অফিস, মসজিদ, মন্দিরসহ প্রতিটি স্থানে ফুলের বাগান কারা হয়েছে। তিনি জানান, তৎমধ্যে আমার বিচারে গহিরা এজেওয়াইএমএস বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রথম স্থান লাভ করেছে। তাদের বাগানটি বেশি দৃষ্টি আকর্ষিত হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ