শীতের কুয়াশার চাদরে ঢাকা কলারোয়ার দিগন্ত জোড়া মাঠ ক্রমান্বয়ে হলুদের চাদরে ঢাকা পড়তে শুরু করেছে। রাত গড়িয়ে সকালে দেখা মিলছে নতুন নতুন ক্ষেতে হলুদ ফুলের সমারোহ। শিশির ভেজা শীতের সকালে সোনা ঝরা রোদের সোনালী আভায় সবুজ সরিষা পাতার মাঝে থোকা...