আগের দিনের মানুষ এক-দুই ক্লাস পড়লেই ভালোভাবে লিখতে ও পড়তে পারতেন। ইংরেজিও খুব ভালো পারতেন। আমার জ্যাঠা তার বর্ণনা অনুযায়ী মাত্র দু’ক্লাস পড়েছিলেন। তিনি দিব্বি শুদ্ধ উচ্চারণে সব ধরনের বই পড়তে পারতেন। আমরা ভাবতাম, তিনি কম করে হলেও এইচএসসি পাশ...