স্থাপত্য কথায় আছে, ৬৪ খ্রীষ্টাব্দে রোম নগরী যখন পুড়ে ছারখার হচ্ছিল তখন স¤্রাট নিরো আনমনে বাঁশি বাজাচ্ছিলেন। অনেক ঐতিহাসিকের মতে নিজের লেখা কবিতাবৃত্তি করছিলেন। রাজ্য পরিচালনা থেকেও বেশী পছন্দ করতেন প্রজাদের দেখাতে যে তিনি একাধারে কবি, আবৃত্তিকার, নাট্যকার, যন্ত্রশিল্পী ও সারথী।...