আবহাওয়া-জলবায়ুর নেতিবাচক পরিবর্তন ঘটছে। জলবায়ুর রাজ্যে সঙ্কট বিরাজ করছে। এর ফলে বছর বছর বৃদ্ধি পাচ্ছে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ। ভয়াবহ আকারে বাড়ছে জনদুর্ভোগ। চরম-ভাবাপন্ন, এলোমেলো, রুক্ষ-রুদ্র, খেয়ালি ও বৈরী হয়ে উঠেছে আবহাওয়া-জলবায়ু এবং পরিবেশ-প্রকৃতি। জলবায়ু ও প্রকৃতি চিরচেনা রূপ বৈশিষ্ট্য...