রাউজানে শখের বসে মাত্র এক কিলোমিটার ব্যবধানে ঘোড়া গাড়িতে ছড়ে কনেকে বিয়ে করলেন প্রবাসি লোকমান হাকিম। গত সোমবার উপজেলার হলদিয়া ইউনিয়নে ঘোড়ায় ছড়ে বিয়ের আসরটি শেষ করেন ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তরসর্তা নুরুল আলম তালুকদার বাড়ির মরহুম নুরুল ইসলাম প্রকাশ কালু...