‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ’ বিখ্যাত এই দেশাত্মবোধক গানের পংক্তির মতোই কুয়াকাটার সাগর সৈকত। এ সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত প্রাণ ভরে উপভোগ করা যায়। একই সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব নৈঃস্বর্গিক মনোরম দৃশ্য অবলোকনের সুর্যোগ দেশের...