যখনই কারো আত্মহত্যার খবর শুনি, আমি বিচলিত হয়ে উঠি। রাগে ও ক্ষোভে ভ্রু যুগল কুঁচকে যায়, চেহারায় অসন্তুষ্টির ছাপ প্রকাশ পায়। অস্ফুট বলে উঠি, ‘মরছে ভালো হইছে। পৃথিবীতে থাকার যোগ্যতা তার নাই। এজন্যই বিদায় নিছে।’ কিন্তু এগুলো যে মনের কথা নয়,...