প্রত্যকটি মানুষের একটা স্বপ্ন থাকে। কিন্তু কাঙ্খিত স্বপ্নের পথে পা বাড়ালেই আসে নানা প্রতিবন্ধকতা। যে এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন, তিনিই সফল। বলছি, কুমিল্লার দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইনের কথা। যিনি ২০১৫ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর বদলে দিয়েছেন...
কুমিল্লার মেঘনা উপজেলার ৬নং সেনেরচর-চালিভাঙা মোৗজা ও নারায়নগঞ্জের সোনাগাঁও-আড়াইহাজার উপজেলার আওতাধীন মেঘনা নদীর ১নং সাতমারা চরেরগাও মৌজার অভ্যন্তরে বালু উত্তোলন না করার জন্য মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে। এই আদেশ থাকা সত্তে¡ও স্থানীয় ‘বালুদস্যু সিন্ডিকেট’ স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে...