আমি নিজে যুদ্ধ করেছি আমার সেক্টর কমান্ডার মেজর কে এম সফিউল্লাহর নেতৃত্বে এবং তাঁর উপরস্থ অধিনায়ক ছিলেন প্র্রধান সেনাপতি কর্নেল ওসমানী। শেষের চার মাস আমি যুদ্ধ করেছি আমার ব্যাটালিয়ন কমান্ডার মেজর মইনুল হোসেন চৌধুরীর নেতৃত্বে। আমার ব্যাটালিয়ন কমান্ডারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ...