আসলে যারা কৃষকদের কাছ থেকে ধান কিনে, তারা প্রতি বছর ধানের মূল্য নিয়ে এক প্রকার সিন্ডিকেট করে। সারাদেশে তারা নিজেরা একটা দাম ঠিক করে দেয় যে, সেই দাম থেকে বেশি দামে কেউ কৃষকের কাছ থেকে ধান কিনবে না। যার ফলে...
সিন্ডিকেট-এর সংজ্ঞা: আভিধানিক অর্থ: সিন্ডিকেট ইংরেজি শব্দ তার বাংলা হলো, গুদামজাত করা, মজুদ করে রাখা। সিন্ডিকেটের আরবী প্রতিশব্দ হল, ‘আল-ইহতিকার'। প্রথম আরবী অভিধান রচয়িতা খলিল ইবনু আহমদ আল-ফারাহিদী রহ. বলেন, খাদ্যদ্রব্য বা খাদ্যজাত অন্যান্য জিনিস মজুদ করাকে সিন্ডিকেট বলে। এর...