উত্তর : সর্বোচ্চ আড়াই বছর। দুই বছরের আগে দুধ বন্ধ করা যাবেই না। মায়ের দুধ শিশুর অধিকার। বাজে কারণ দেখিয়ে যারা শিশুকে মায়ের দুধ থেকে বঞ্চিত করে তারা গোনাহগার হবে। উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভীসূত্র :...
উত্তর : সালাম দেওয়ার সময় হাত উঠানো বা কপালে ঠেকানো নিতান্তই অর্থহীন ব্যাপার। মুখে ‘আসসালামু আলাইকুম’ স্পষ্ট করে বলাই সালাম। হাত উঠানো বা কপালে ঠেকানো দেশিয় রীতি, সুন্নত বা শরীয়তের বিধান নয়। এসব রীতি যথাসম্ভব বর্জনীয়। উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি...