খুব বেশি পেছনে তাকাতে হবে না। বিশ্বকাপের কদিন আগেও ফ্রান্সের কিছু গণমাধ্যম দিদিয়ের দেশমকে ভাসিয়েছেন সমালোচনার জোয়ারে। তাদের অভিযোগ-ফ্রান্স দলে সহস্র যোগ্য খেলোয়াড় থাকলেও কারোরই নির্দিষ্ট কোন ঠিকানা নেই। এর সমুচিত জবাব যে সেই সব বোদ্ধারা পেয়ে গেছেন তা বোঝাই...