শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফের বড় ছেলে শাফকাত আসিফ রণ’র বাগদান সম্পন্ন হয়েছে। কনের নাম ইসমত শেহরীন ঈশিতা। গত শনিবার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে রণ-ঈশিতার বাগদান স¤পন্ন হয়। আসিফ নিজেই তার ফেসবুকে এক স্ট্যাটাসে এ খবর জানিয়েছেন। আসিফ লিখেছেন, আমার ছেলে শাফকাতের...