সতত, হে নদ, তুমি পড় মোর মনে/ সতত তোমার কথা ভাবি এ বিরলে...বহু দেশ দেখিয়াছি বহু নদ-দলে,/ কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?/ দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভ‚মি-স্তনে। কপোতাক্ষ নদের পানিকে কবি মাইকেল মধুসূদন দত্ত তার কবিতায় এভাবেই দুগ্ধ-স্রোতরূপী বলে অখ্যায়িত...