কবি না হলে হয়তো মিথ্যুক হতামপাড়ার মাস্তান হতাম, অলি-গলির ছিচকে চোর হতাম।বাদাম বিক্রেতা হতাম, রাস্তার মুচি হতামবখাটেও হতে পারতাম, না হয়, কুলি-মজুর হতামকবি হতাম না।কবির ঘাড়ে পতাকা থাকে-নষ্ট মানুষ, নষ্ট ফানুস, নষ্ট একটা ছাপ থাকে,কবির কথায় অবিশ্বাসের গন্ধ থাকে, মন্দ...