পীর সাহেব চরমোনাই মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, মারিফত ও শরীয়ত এক ও অভিন্ন, আলাদা কিছু নয়। পবিত্র কোরআন-সুন্নাহের পূর্ণাঙ্গ অনুসরণ এবং শরীয়তের বিধিবিধান ও আদেশ-নিষেধের পাবন্দি ছাড়া মারিফতচর্চাকে ষোলা আনা ভন্ডামি আখ্যা দিয়ে তিনি বলেন, কোরআন-সুন্নাহর নীতি...