আজ বেলা ১১টায় কেশবপুর উপজেলার পল্লি থেকে এলাকাবাসীর সংবাদে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন প্রেস রিলেজের মাধ্যমে জানান, রোবার সকাল ১১টার দিকে উপজেলার মজিদপুর ইউনিয়নের শিকারপুর প্রামের সানা পাড়ার পাশে বাশার সানোর ধান...