কটিয়াদীতে রাস্তা পার হওয়ার সময় মোটর সাইকেলের ধাক্কায় নিহত হাবিবুর রহমান (৭০) একজন স্বর্ণশিল্পী। কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে সোমবার বিকালে কটিয়াদী পৌরসভার কদমতলীতে এ দুর্ঘটনা ঘটে। হাবিবুর রহমান কটিয়াদী পৌরসভার দড়ি-চড়িয়াকোনা মহল্লার মৃত মতিউর রহমানের ছেলে।...