কলিংবেলে চাপ দিয়ে দরজার পাশে দাঁড়াল মুসাফির। অফিস ছেড়ে বাসায় এসে কলিংবেল চাপলেই মুসাফিরের চার বছরের মেয়ে সতী এসে দরজা খুলে। ঘরে ঢোকার আগেই দুহাত প্রসারিত করে দাঁড়ায় মেয়েটি, কী এনেছো বাবা? আগে হাতে দাও, এরপর ঘরে ঢোকবা।অফিস থেকে ফেরার...