রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়?দাসত্ব-শৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায় ।কোটিকল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়!দিনেকের স্বাধীনতা, স্বর্গসুখ-তায় হে, স্বর্গসুখ তায়!এ কথা যখন হয় মানসে উদয় হে, মানসে উদয়!পাঠানের দাস হবে...