বিদায় বার্মিংহাম, দেখা হবে ভিক্টোরিয়ায়। বিদায়ের করুণ সুরে ভাঙলো বার্মিংহা কমনওয়েলথ গেমসের মিলন মেলা। কমনওয়েলথভুক্ত ৭২ দেশের অংশগ্রহণে বার্মিহামের আলেকজান্ডার স্টেডিয়ামে সাড়ে ৩ ঘন্টার জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে গত ২৮ জুলাই পর্দা উঠেছিল ১২ দিন ব্যাপী এবারের গেমসের। উদ্বোধনী ভেন্যুতেই...