ময়মনসিংহের নান্দাইলের পল্লীতে পুলিশে র্কমরত (কনষ্টেবল) এক ব্যক্তির হাতে নির্যাতনের শিকার হয়েছেন প্রতিবন্ধি তানিয়া (৩০)। ঘটনাটি ঘটেছে নান্দাইল উপজেলার পাচরুখি গ্রামে। নান্দাইল মডেল থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা গেছে নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের পাচরুখি (মেধারপাড়) গ্রামের বাক প্রতিবন্ধি তানিয়ার দখলিয়...