‘দুঃখিত মুমিনুল। বাকরুদ্ধ! জানিনা এমন কোনো শব্দ আছে কিনা যা মেধাবী এবং পরিশ্রমী ছেলেটিকে সান্ত¡না দিতে পারে। অবশ্য আমার ক্যারিয়ারেও আমি অনেক অবিচারের সাক্ষী হয়েছি। তবে মুমিনুলের সাথে যা হয়েছে সেটি সবচেয়ে ভয়ানক।’ বুলবুল আরো লিখেন, ‘আর কতদিন আমরা এভাবে...