বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : সড়ক অবকাঠো উন্নয়নে ব্যাপক কার্যক্রম চলছে জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নগরবাসীর সেবা শতভাগ নিশ্চিত করা হবে। এই লক্ষ্যে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। তিনি জনদুর্ভোগ কমাতে উন্নয়নকাজ দ্রæত শেষ করার নির্দেশনা দেন। গতকাল (শুক্রবার) নগরীর ফিসারিঘাটে উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। সিটি গভর্নেন্স প্রকল্পের আওতায় জাইকার অর্থায়নে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ফিরিঙ্গীবাজার থেকে কর্ণফুলী শাহআমানত সেতু পর্যন্ত ১.১৩ কিলোমিটার সড়ক, ৬০ মিটার স্পেনের চাক্তাই পিসি গাডার ব্রিজ, ২০ মিটার স্পেনের ফিসারীঘাট পিসি গাডার ব্রিজ, ২০ মিটার স্পেনের জলিলগঞ্জ পিসি গাডার ব্রিজ, ২০ মিটার স্পেনের টেকপাড়া পিসি গাডার ব্রিজ নির্মাণ করছে সিটি কর্পোরেশন। মেয়র উল্লেখিত ব্রিজ ও সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন।
তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে ৪টি ব্রিজ ও সড়ক নির্মাণ কাজ সমাপ্ত করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান ও চসিকের প্রকৌশল বিভাগকে নির্দেশ দেন। এছাড়া মেয়র গাজীর ঘাটে ও নতুন ঘাটে অবৈধ দখলদারদের উচ্ছেদের নির্দেশ দেন। এসময় ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, মহানগর আওয়ামী লীগের সদস্য বেলাল আহমদ, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোরশেদুল আলম ও চসিকের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিমসহ স্থানীয় ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।