Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌহালী উপজেলা রক্ষা বাঁধে আবারও ধস

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৭, ৩:৩০ পিএম

একদিনের ব্যবধানে আবারও সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা তীর রক্ষা বাঁধের ৬০ মিটার এলাকা ধসে গেছে। গতকাল বুধবার এ বাঁধের ২০মিটার ধসে পড়েছিল। এ নিয়ে গত আড়াই মাসের ব্যবধানে ৮ বার এ বাঁধ ধসে গেলো। নির্মাণে নানা অনিয়ম ও দুর্নীতির কারণেই প্রকল্পের কাজ প্রায় সমাপ্তির দিকে থাকা বাঁধটি বারবার ধসে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় এলাকায় আতংক দেখা দিয়েছে।

বাঁধের তদারকির দায়িত্বপ্রাপ্ত টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, বৃহস্পতিবার সকালে বাধের খাসকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে ৬০ মিটার ধসে গেছে। বালি ভর্তি জিওব্যাগ ফেলে ভাঙ্গন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ বুধবার বলেছিলেন, বাঁধটি বার-বার ধসের কারনে আমরাও বিব্রত। তাই প্রধান প্রকৌশলী ও পাউবো মহা-পরিচালককে বিষয়টি অবহিত করা হয়েছে। আশা করছি তারা দ্রুত বাঁধ পরিদর্শন করে কার্যকরী পদক্ষেপ নিবেন।
তিনি আরও বলেছিলেন, এ এলাকার মাটির ধারণ ক্ষমতা কম। আর নদীর পানির কারনে তলদেশে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। এসব কারণে ধস নামছে। ধসের কারন উদঘাটনে বুয়েটের দু’জন বিশেষজ্ঞ ও পানি উন্নয়ন বোর্ডের দু’জন ঊর্ধ্বতন কর্মকর্তার সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাধ রক্ষায় পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য সম্প্রতি তারা বাধ এলাকা পরিদর্শন করেছেন।

এদিকে, ১৭ জুলাই সিরাজগঞ্জ সদরের বাহুকা এলাকায় ভেঙ্গে যাওয়া বাধ এলাকা পরিদর্শনে এসে পানি সম্পদমন্ত্রী আনিসুল ইমলাম মাহমুদ এমপি চৌহালী উপজেলা রক্ষা বাঁধের ভাঙ্গন প্রসঙ্গে জানিয়েছেন, ওই বাধ রক্ষায় একটি বড় প্রকল্প চলমান রয়েছে। নদীতে পানি শুকানোর পর শুষ্ক মৌসুমে প্রকল্পটির পুনর্নির্মাণ কাজ শুরু করা হবে।

 

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ