Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪০ ডিগ্রি তাপমাত্রায়ও রোযাদারদের জন্য আঙ্গুর সংগ্রহ করছেন জর্দানের চাষীরা

| প্রকাশের সময় : ৯ জুন, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : চলতি রমজানে প্রচন্ড গরমের মধ্যেও রোযা পালন করছেন অনেক দেশের মানুষ। রোযা পালন করতে গিয়ে তাদের সীমাহীন কষ্ট সহ্য করতে হচ্ছে। এরূপ একটি দেশ মধ্যপ্রাচ্যের জর্দান। বর্তমানে দেশটির অনেক স্থানে তাপমাত্রা উঠে গেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। তারপরও তাদের রোযা পালন করতে হচ্ছে।
আরবদের খাবারের তালিকার শীর্ষে খেজুর থাকলেও বিভিন্ন ধরনের ফল না হলে যেন চলেই না। রমজান মাসে এসব ফলের চাহিদা অন্য মাসগুলোর তুলনায় বৃদ্ধি পায়। চাষীরা যোগান দেন অত্যন্ত কষ্ট করে। ছবিতে জর্দানের দু’জন চাষীকে গাছ থেকে আঙ্গুর ফল আহরণ করতে দেখা যাচ্ছে। সংবাদপত্র সূত্রে জানা গেছে, যে সময় এই আঙ্গুর ফল গাছ থেকে আহরণ করা হয় তখন সেখানকার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। তারপরও রমজান মাসে রোযাদারদের যাতে কষ্ট না হয় সেদিকে লক্ষ্য করে প্রচন্ড তাপ থেকে নিজেদের রক্ষায় মুখে রুমাল বেঁধে আঙ্গুর ফল সংগ্রহ করেন তারা। পবিত্র রমজান মাসে যে রহমত বরকতের কথা বলা হয়েছে তা তো এসব চাষীদের জন্যও যারা নিজেরা কষ্ট করে রোযাদারদের চাহিদা পূরণে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ তাদের এই কষ্টের উত্তম প্রতিদান দান করুন এবং তাদের ফলে বরকত দান করুন। আমীন।



 

Show all comments
  • khairul ৯ জুন, ২০১৭, ২:৩৮ এএম says : 0
    আল্লাহ তাদের এই কষ্টের উত্তম প্রতিদান দান করুন এবং তাদের ফলে বরকত দান করুন। আমীন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ