বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুর জেলা সংবাদদাতা : রংপুরের সাতমাথায় পুলিশের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দেড়’শজনকে আসামি করে মামলা করেছে কোতয়ালী থানা পুলিশ।
গতকাল রোববার দুপুরে পুলিশের উপ-পরিদশক শাহ আলম বাদী হয়ে এ মামলা করেন। রংপুর কোতয়ালী থানার সেকেন্ড অফিসার ওয়েহিদ ফেরদৌস জানিয়েছেন, খন্দকার টেলিকমের মালিক শামিম ইসলামকে প্রধান আসামি করা হয়েছে এবং রাতেই শামিমসহ নয়জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, রংপুর কারমাইকেল কলেজের এক ছাত্রকে অপহরণের ঘটনায় বিকাশে টাকা লেনদেন নিয়ে শনিবার রাত ৮ টার দিকে পুলিশ নগরীর সাতমাথা এলাকায় বিকাশ ব্যবসায়ী শামিমকে জিজ্ঞাসাবাদ করতে গেলে এক পর্যায়ে পুলিশের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশের এএসপি আতাউর রহমানসহ কমপক্ষে ২০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিপুল সংখ্যক রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় রাজধানী ঢাকার সঙ্গে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সাথে যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। প্রায় দেড়ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই ১১ জনকে আটক করে।
রংপুর সহকারী পুলিশ সুপার আতাউর রহমান জানিয়েছেন, ঘটনাস্থলে এখন স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।