Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জমি দখলে নিতে ভুট্টা ক্ষেত সাফ

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

গঙ্গাচড়া উপজেলা সংবাদদাতা ঃ রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় এক মুক্তিযোদ্ধা পরিবারের জমি জবর দখলে নেয়ার জন্য চাষাবাদকৃত ফসলি ভুট্টা ক্ষেত কেটে সাবাড় করেছে প্রতিপক্ষ। এতে মুক্তিযোদ্ধা পরিবারটির প্রায় ৫৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধার সন্তান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। জানা যায়, গঙ্গাচড়া বাজার এলাকার মৃত মজিবর রহমান (বীর মুক্তিযোদ্ধা)-এর সন্তান হানিফ মিয়া ও তার পরিবারের অন্যান্য সদস্যরা পৈত্রিক সূত্রে প্রাপ্ত হইয়া কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা মৌজার জেএল এনং ৫, এসএ খতিয়ান নং ১৫১, হাল খতিয়ান নং ৪৬৫, সাবেক দাগ নং ২৯৭৩, হাল দাগ নং ১১৭৩ এ ২১৮ শতক জমির মধ্যে ৫৪ শতক জমি ভোগ দখল করে চাষাবাদ করে আসছে। উক্ত জমি চর শংকরদহ এলাকার মৃত জমির শেখের ছেলে নুর হকসহ একই এলাকার ফজলুল, মনির, নুরুল হক জমি তাদের দাবি করে দখলে নেয়ার চেষ্টা করে আসছে। এরই এক পর্যায়ে গতকাল শনিবার প্রতিপক্ষরা হানিফ মিয়াসহ তার পরিবারের জমির চাষাবাদকৃত ফসলি ভুট্টা ক্ষেত সম্পূর্ণ কেটে ফেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমি দখলে নিতে ভুট্টা ক্ষেত সাফ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ