পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : জাতীয় ঈদগাহ্ সংলগ্ন দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের সম্মুখ থেকে গ্রিক দেবী থেমিসের বিতর্কিত মূর্তিটি (ভাস্কর্য) অপসারণের জন্য দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন গভীর সন্তোষ প্রকাশ করেছে। এ সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। গত শুক্রবার জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনটির স্টান্ডিং কমিটির সভা থেকে এ ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সভায় উপস্থিত ছিলেন জমিয়াতের সিনিয়ার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা কবি রুহুল আমীন খান, মহাসচিব আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী, ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা আবু বকর সিদ্দীক, সেক্রেটারী, মাওলানা আবু জাফর মোঃ ছাদেক হাসান, ড. মাওলানা ইদ্রিস খান, আলহাজ্ব মাওলানা কফিল উদ্দিন সরকার ছালেহী, মাওলানা আব্দুল হাকীম জেহাদী, ড. মাওলানা নজরুল ইসলাম আল-মারুফসহ কেন্দ্রিয় পর্যায়ের অন্য বিশিষ্ট নেতৃবর্গ।
মোদার্রেছীন নেতৃবৃন্দ বলেন, জাতীয় ঈদগাহ্ সংলগ্ন দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট মূল ভবনের সামনে গ্রিক দেবী থেমিসের মূর্তি স্থাপন করায় দেশের মুসলিম জনগণ ছিল দারুণ ভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। প্রধান বিচারপতি যে মুসলিম জনগণের ধর্মীয় বিশ্বাস আবেগ অনুভূতিকে অনুধাবন করেছেন, তার প্রতি সম্মান প্রদর্শন করেছেন এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে মূর্তিটি অপসারণ করেছেন, আমরা এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এ ব্যাপারে প্রধানমন্ত্রী যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, তার জন্য শুকরিয়া আদায় করছি ও তাঁকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। দেশের ধর্মপ্রাণ মুসলিম জনগণ তাঁর এ অবদান চিরদিন স্মরণ রাখবে। এ প্রসঙ্গে জমিয়াত নেতৃবৃন্দ মাদরাসা তথা ইসলামী শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক অবদানসমূহও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তারা বলেন, প্রধানমন্ত্রী এক্ষেত্রে যে ইতিহাস সৃষ্টি করেছেন এক কথায় তা নজিরবিহীন। প্রধানমন্ত্রী তার মহৎ কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও নেতৃবৃন্দ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।