পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সরকার আদম আলী, নরসিংদী থেকে : জঙ্গী আস্তানা সন্দেহে র্যাব-১১’র জোয়ানরা নরসিংদীর শহর এলাকার গাবতলী উত্তরপাড়ার একটি বাড়ী ঘেরাও করেছে। সাথে রয়েছে নরসিংদী পুলিশ। গতকাল শনিবার বিকেল ৪টায় র্যাব-১১ বাড়ীটি ঘেরাও করার পর এলাকাসহ সারা নরসিংদীর জনগণের মধ্যে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে। অনেকে আতংক গ্রস্থ হয়ে পড়েছে। এ খবর টিভি চ্যানেলগুলোতে প্রচারিত হবার পর অনেক প্রবাসীরা বিদেশ থেকেও বাড়ী সম্পর্কে সাংবাদিকদের নিকট খোঁজখবর নিচ্ছেন। এলাকার লোকজন সূত্রে জানা গেছে, বাড়ীর মালিকের নাম মঈন উদ্দিন আহমেদ। তিনি দুবাইয়ে প্রবাসী জীবন যাপন করছেন। এ বাড়ীতে তিনি বা তার পরিবারের লোকজন বসবাস করেন না। বিল্ডিংটি দু’তলা এবং নির্মানাধীন। কিছুদিন পূর্বে ৩ জন বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্র বাড়িটি ভাড়া নেয় বলে জানা যায়। এরপর থেকেই র্যাব তাদের নজরদারীতে নেয়। গত কয়েক দিন পূর্বে এই ৩ জন ভাড়াটের সাথে আরো সন্দেহভাজন ২ জন লোক বাড়িতে উঠার খবর পেয়ে র্যাব গতকাল শনিবার বিকেলে বাড়িটি চার দিক থেকে অবরোধ করে রাখে। ভিতর বর্তমানে ৫ জন সন্দেহভাজন ব্যক্তির অবস্থান রয়েছে বলে জানা গেলেও ভিতর থেকে কারো কোনো সাড়া শব্দ পাচ্ছে না র্যাবের জোয়ানরা। তবে যে কোন সময়ই অভিযান শুরু হতে পারে বলে জানা গেছে। ইতোমধ্যেই র্যাব-১১’র অধিনায়ক লে: কর্ণেল কামরুল হাসান ঘটনাস্থলে গিয়ে পৌছেছেন। তিনি সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত দেয়ার পরই অভিযান শুরু হবে বলে জানা গেছে। তবে র্যাব-১১’র অধিনায়ক সাংবাদিকদের বলেছেন, র্যাবের আরো উর্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থলে আসছেন। তারা আসার পর অভিযানের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। র্যার-১১’র সিনিয়র এএসপি আলেক উদ্দিন বলেছেন, আমরা সন্দেহ করছি বাড়িটিতে জঙ্গি রয়েছে। ঢাকা থেকে র্যাব’র উর্ধতন কর্মকর্তারা আসার পর অভিযানের ব্যাপারে সিদ্ধান্ত হবে। নরসিংদীর পুলিশ সুপার সাংবাদিকদেরকে বলেছেন, অভিযানটি পুরোপরি র্যাব কর্তৃপক্ষের। আমরা তাদের সংগে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি। সেখানে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরাও রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাড়ির ভিতরে বসবাসকারী সন্দেহভাজন ভাড়াটিয়াদের নাম পরিচয় জানা যায়নি। তবে সর্বশেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত র্যাব বাড়ির মালিক প্রবাসী মঈন উদ্দিন আহমেদের ছোট ভাই জাকিরকে তাদের হেফাজতে নিয়েছেন। সে ই এই বাড়ীর কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।