Inqilab Logo

বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯, ০৭ রমজান ১৪৪৪ হিজরী

জয়াকে নিয়ে উইকিপিডিয়ার তথ্যগত ভুল

| প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: উইকিপিডিয়ায় প্রায় প্রত্যেক তারকার জীবন বৃত্তান্ত পাওয়া যায়। বাংলাদেশেরও অনেক তারকার জীবন বৃত্তান্ত রয়েছে। এ তালিকায় জয়া আহসানও রয়েছেন। তবে তিনি জানিয়েছেন, তাকে নিয়ে ভুল তথ্য রয়েছে উইকিপিডিয়ায়। সেটি হলো-রবীন্দ্রসঙ্গীতে ডিপ্লোমা করেছেন বলে যে তথ্য দেয়া হয়েছে তা ভুল। তিনি জানান, আমার গানের গলা একেবারেই ভাল নয়। আমার গান শেখা নিয়ে ইন্টারনেটে অনেক তথ্য রয়েছে। এমন কী, উইকিপিডিয়ায় কেন জানি না লেখা আছে, আমি নাকি রবীন্দ্রসঙ্গীতে ডিপ্লোমা পেয়েছি, ক্লাসিক্যালি ট্রেন্ড। বাজে কথা! বরং ছবি আঁকাটা মন দিয়ে শিখেছিলাম। এদিকে উইকিপিডিয়ায় দেয়া তার জন্ম তারিখটিও সঠিক নয় বলে জয়া জানান। তবে তিনি প্রকৃত তারিখটি জানাননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ