রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গণকা নন্দির আমবাগান থেকে উদ্ধারকৃত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমাটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সকালে তারেক নামে একজনকে আটর করে র্যাব। পরে তার দেয়া তথ্যানুযায়ী নন্দির আমবাগানে খড়েরর গাদার নিচ থেকে শক্তিশালী বোমাসহ ৮টি ককটেল ও ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত তারেক সদর উপজেলার আলীনগর গ্রামের আব্দুল বারেকের ছেলে। র্যাব জানায়, নিরাপত্তাজনিত এবং আলোক স্বল্পতার কারনে স্থানটি ঘিরে রাখে র্যাব সদস্যরা। গতকাল শুক্রবার রাজশাহী থেকে র্যাবের একটি বোমা নিষ্কিয়কারী দল এসে বেলা পৌনে ১১টার সময় বোমাটির নিরাপদ বিস্ফোরণ ঘটায়। র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম জানান, উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমাটি কোন বড় ধরনের নাশকতা ঘটানোর জন্য রাখা হয়েছিল। বোমাটির তৈরির ধরন দেখে ধারণা করা হচ্ছে এটি উচ্চ মানের প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি দ্বারা তৈরি করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃত তারেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এ ঘটনার সাথে জড়িদের চিহিৃত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আটককৃত তারেক জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।