Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ বোমা উদ্ধার : বুথে ভোটারের ব্যালট কেড়ে এজেন্টদের নৌকায় সিল

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ২:৪৬ পিএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : বুথে ভোটারের ব্যালট কেড়ে এজেন্টদের নৌকায় সিল মারছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন নারী ভোটার। ধনাইতরি সরকারি প্রাথমিক বিদ্যায় কেন্দ্রে ভোট দিতে এসে কেন্দ্র থেকে বের হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে তারা এ অভিযোগ করেন।
ভোটার আঙ্গুরুন নেছা ম্যাজিস্ট্রেটকে জানান, কেন্দ্রের মহিলা বুথে তারা ভোট দিতে ব্যালট নিয়ে প্রবেশ করেন। কিন্তু বুথে থাকা আওয়ামীলীগ প্রার্থীর এজেন্ট আসাদুজ্জামান তাদেরকে ভয় দেখিয়ে তাদের ব্যালট কেড়ে নিয়ে তিনি নৌকা প্রতিকে সিল দিয়ে তা বাক্সে ছেড়ে দেন। এসময় তারা প্রতিবাদ করলে তাদের বের করে দেয়া হয়।
এমন অভিযোগে ম্যাজিস্ট্রেট আবদুররুফ তালুকদার অভিযুক্ত এজেন্টের কাছে গিয়ে তার সত্যতা জানতে চাইলে এজেন্ট আসাদুজ্জামান তার সত্যতা স্বীকার করেন। পরে ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে তাকে সতর্ক করে ছেড়ে দেন।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে ২৬ নাম্বার ওয়ার্ড বল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ১০টি বোমা উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ