Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঁজিবাজারে ‘নো ডিভিডেন্ড’ কোম্পানির সংখ্যা বাড়ছেই

| প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : পুঁজিবাজারে নো ডিভিডেন্ড কোম্পানির সংখ্যা বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, গত তিন বছরে শেয়ার গ্রাহকদের কোনো লভ্যাংশ না দেয়া বা ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা দেয়া  কোম্পানির সংখ্যা বেড়েছে। এ কারণে লভ্যাংশ না দেয়া কোম্পানিকে দুর্বল ও স্বল্প মূলধনী কোম্পানির ‘জেড’ ক্যাটাগরিতে অবনমনও বেড়েছে। কোনো কোম্পানি আর্থিক বছর শেষে কোনো লভ্যাংশ দিতে না পারলে এই ক্যাটাগরিতে অবনমন করা হয়। আর এই হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী মুনাফা কিংবা লোকসান বিবেচনায় লভ্যাংশ ঘোষণা করে। ২০১৪ সালে শেয়ার গ্রাহকদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারেনি ১৪টি কোম্পানি। এই কোম্পানিগুলোর মধ্যে ১০ শতাংশের বেশি লভ্যাংশ দেয়া ‘এ’ ক্যাটাগরিভুক্ত আট কোম্পানিও ছিল। আর অন্যগুলো ১০ শতাংশের কম লভ্যাংশ দেয়া ‘বি’ ক্যাটাগরির। আর ১৯টি কোম্পানিকে মৌল ভিত্তির বা ১০ শতাংশের বেশি লভ্যাংশ দেয়া কোম্পানির তালিকায় উন্নীত করা হয়। এর মধ্যে নতুন তালিকাভুক্ত ১২টি কোম্পানি ১০ শতাংশের বেশি লভ্যাংশ ঘোষণা করে এই তালিকায় উন্নীত হয় আর লভ্যাংশ না দেয়া ‘জেড’ ক্যাটাগরির চারটি কোম্পানি লভ্যাংশ প্রদান করে ‘এ’ ক্যাটাগরিভুক্ত হয়।  ডিএসইর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১২২টি কোম্পানি শেয়ার গ্রাহকদের লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে ৯৮টি কোম্পানি নগদ, স্টক আর কোনো কোম্পানি নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। তবে ২৩টি কোম্পানি শেয়ার গ্রাহকদের জন্য কোনো লভ্যাংশ প্রদান করতে পারেনি। অর্থাৎ এই কোম্পানিগুলো লোকসানে রয়েছে অথবা লভ্যাংশ প্রদান করার মতো আয় করতে পারেনি। আর ৭২টি কোম্পানি নগদ ও স্টক লভ্যাংশ দিয়েছে, কিন্তু ২৬টি কোম্পানি শুধু স্টক বোনাস দিয়েছে। নিয়মানুযায়ী, একটি কোম্পানি লভ্যাংশ দিতে না পারলে শাস্তিস্বরূপ স্বল্প মূলধনী বা ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়। জেড ক্যাটাগরিতে অবনমনে কোম্পানি সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টির পাশাপাশি এই কোম্পানির শেয়ারের বিপরীতে মার্জিন ঋণ দেয়া হয় না। আবার শেয়ার বিক্রি করতেও ৯ দিন অপেক্ষা করতে হয়। সাধারণত কোনো কোম্পানির শেয়ার তিন কার্যদিবসের মধ্যে লেনদেন করা গেলেও জেড কোম্পানির শেয়ার লেনদেন করা হয় ৯ দিন পর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজার

২৪ নভেম্বর, ২০২২
১০ নভেম্বর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২
২২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ