পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হাসান-উজ-জামান : কারাবন্দি মজিবর মুন্সী জানে না তার পিতা বেঁচে নেই। মারা গেছেন তার মুক্তিযোদ্ধা শ্বশুরও। স্বামী গ্রেফতারের মাত্র ১০ দিনের ব্যবধানে পিতা এবং শ্বশুরকে হারিয়ে বাকরুদ্ধ মজিবরের স্ত্রী। অসুস্থ মজিবরের বৃদ্ধ শাশুড়ি ও শ্যালিকা। মানবেতর জীবন কাটাচ্ছেন মজিবরের সন্তানরা। এক নারীর সাজানো মামলায় মজিবরের পরিবারের এই মর্মান্তিক পরিণতি।
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা ব্রিজ ঢালের স্থায়ী বাসিন্দা মজিবর মুন্সী। ২ পুত্র ও ১ কন্যা নিয়ে তার সুখী পরিবার। কিন্তু একটি মামলায় সব এলোমেলো হয়ে গেছে। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, ১৯ ফেব্রæয়ারি দিবাগত রাত ১টায় যাত্রাবাড়ী থানার পুলিশ টেনে-হিঁচড়ে মজিবরকে গাড়িতে তোলে। মজিবরের স্ত্রী আসমার অভিযোগ, গ্রেফতারকালে লুঙ্গি পরিহিত তার স্বামী একটু পানি খেতে চাইলেও তা দেয়া হয়নি। পুলিশের কাছে গ্রেফতারের কারণ জানতে চান মজিবরের মুক্তিযোদ্ধা শ্বশুর সেকান্দার আলী হাওলাদার। কিন্তু তাকে ধাক্কা দিয়ে ফেলে মজিবরকে নিয়ে চলে যায় পুলিশ। থানায় নেয়ার পর মজিবর ও তার পরিবার জানতে পারেন সাথী আক্তার নামে এক মহিলার দায়ের করা নারী নির্যাতন মামলায় তাকে গ্রেফতার করা হয়। ছেলে গ্রেফতারের খবরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মজিবরের বাবা আজিম মিয়া। তাকে নেয়া হয় হাসপাতালের আইসিইউতে। একদিন পর ২১ ফেব্রæয়ারি মধ্যরাতে সায়েদাবাদের আল কারিম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
স্বামীর জামিন নিয়ে ব্যস্ততা এবং শ্বশুরের মৃত্যুশোকে নিজের বাবার খবর রাখতে পারেননি মজিবরের স্ত্রী আসমা বেগম। ঘটনার পর থেকে বিছানায় পড়েছিলেন সেকান্দার আলী। ঠিকমত তার চিকিৎসাও করা সম্ভব হয়নি। গত বৃহস্পতিবার রাতে সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যুবরণ করেন মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী। এ দু’টি ঘটনার খোঁজ নিতে গিয়ে জানা যায়, পূর্ব শত্রæতার জের ধরে এক সাজানো মামলায় গ্রেফতার হন মজিবর। আর এ সাজানো মামলার নাটের গুরু মজিবরের ভায়রা রেজাউল। ভায়রাকে ফাঁসাতে রেজাউল তার আপন বোন নেহারকে ছদ্ম নাম (সাথী আক্তার) দিয়ে নারী নির্যাতন মামলা করান। সেই মামলায় মজিবরকে গ্রেফতার করে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।