নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ২০১৪ সালের জুনে বার্সেলোনার কোচ হিসেবে যোগ দেয়ার প্রথম মৌসুমেই দলকে উপহার দিয়েছেন ট্রেবল শিরোপা। পরের মৌসুমে ঘরোয়া ফুটবলের ডাবল জেতে কাতালুনিয়ার দলটি। পেপ গার্দিওলার পদাঙ্কই যেন অনুসরণ করছিলেন নতুন কোচ লুইস এনরিকে। তার অধীনে এ পর্যন্ত মোট আটটি শিরোপা জেতা বার্সেলোনা এবারও কোপা দেল রের ফাইনালে উঠেছে। লা লিগার শিরোপা ধরে রাখার দৌড়েও আছে ভালোমতোই। ঠিক সেই সময়ই একটি খবরে টালমাটাল পুরো বার্সা শিবির। আগামী মৌসুমে কাতালান জায়ান্টদের তাঁবুতে থাকছেন না এই স্প্যানিয়ার্ড। গেলপরশু রাতে লা লিগায় দল যখন গোলবন্যায় ভাসালো স্পোর্টিং গিওনকে, সেই আনন্দ মুহূর্তেই ফিকে হয়ে যায় কোচের বার্সা ছাড়ার খবরে। ঠিক তার একদিন বাদেই চলতি মৌসুম শেষে বিদায় নিতে যাওয়া এনরিকের জায়গায় ‘সুপার কোচ’ নিয়োগ দেয়ার প্রত্যাশা জানালেন বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউয়ের। গতকাল বার্সেলোনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই গ্রীষ্মে আমরা একজন সুপার কোচ আনব।’ নতুন কোচের নাম ঘোষণার আগে চলতি মৌসুম ভালোভাবে শেষ করার তাগিদ দিলেন বার্তোমেউ, ‘আমরা সর্বোচ্চ বিচক্ষণতা দিয়ে শান্ত ও স্বাভাবিকভাবে ৩০ জুন পর্যন্ত কাজ চালিয়ে যাবো। এরপর আমরা ঘোষণা দেব কে (কোচ) হবেন। আমরা ১ জুলাই তার (এনরিকের) উত্তরসূরি নিয়োগ দেয়ার চেষ্টা করব।’
পাশাপাশি ৪৬ বছর বয়সী এই কোচের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে বার্সেলোনা সভাপতি বলেন, ‘এখন পর্যন্ত সে যা করেছে তার জন্য আমাদের খুব খুশি থাকতে হবে। আমরা তার সিদ্ধান্ত গ্রহণ করছি এবং শিরোপা জিতে যত সম্ভব মৌসুমটি ভালোভাবে শেষ করার আশা করছি।’ দায়িত্ব ছাড়ার ব্যাপারে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে এনরিকে আগেই আলাপ করেছিলেন বলে জানান বার্তোমেউ, ‘ম্যাচ শেষে তিনি কেবল খেলোয়াড়দের বলেছেন। সবাই বিষণœ কারণ তিনি আমাদের অনেক সাফল্য এনে দিয়েছেন এবং আরও শিরোপা জিততে পারেন। তিনি বার্সেলোনার ইতিহাসে অন্যতম সেরা একজন কোচ। এখনও তিন মাস বাকি, এই সময়টায় সবার সমর্থন প্রয়োজন হবে তার।’
তবে এনরিকের আকস্মিক চলে যাওয়ার সিদ্ধান্ত এখনও মেনে নিতে পারছে না বার্সেলোনার খেলোয়াড়রা। বিস্ময় প্রকাশ করে ইভান রাকিটিচ বলেন, ‘লুইস এনরিকে প্রথমে আমাদেরকে তার সিদ্ধান্ত জানিয়েছিলেন। তিনি ড্রেসিং-রুমে আসেন এবং দলটি ছেড়ে যাওয়ার কথা আমাদের বলেন। আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম। আমরা কিছুই জানতাম না। আমি এটা আশা করছিলাম না। মনে করেছিলাম, তিনি থাকবেন।’ বার্সেলোনার লক্ষ্য এখন মৌসুমটা সফলভাবে শেষ করা। এ ব্যাপারে রাকিটিচ বলেন, ‘আমরা মৌসুমটা সফলভাবে শেষ করতে চাই, মৌসুমের বাকিটা সময় উপভোগ করতে চাই এবং তার জন্য যত সম্ভব বেশি শিরোপা জিততে চাই। তার প্রতি আমাদের সবার সমর্থন ছিল এবং আশা করছি, এখানে তার শেষটা ভালো হবে।’
এনরিকের বার্সেলোনার ছাড়ার ঘোষণায় বিস্মিত লুইস সুয়ারেজও। তবে কোচের এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন উরুগুয়ের এই ফরোয়ার্ড, ‘সত্যি বলতে, তিনি আমাদের খানিকটা বিস্মিত করেছেন, আমরা এটা প্রত্যাশা করিনি। কিন্তু এটা এমন একটি সিদ্ধান্ত যেটা বুঝতে হবে এবং মেনে নিতে হবে।’ হঠাৎ করে ক্যাম্প ন্যু ছাড়ার কারণ হিসেবে এনরিকে জানিয়েছেন, বিশ্রাম নিতে চান তিনি। কোচের সিদ্ধান্তে সম্মান জানিয়ে সুয়ারেজ বলেন, ‘তার যুক্তি গ্রহণযোগ্য। কারণ, কোচের দায়িত্ব খুবই কঠিন। এখানে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হয়। তিনি একজন অভিভাবক এবং তিনি তার কাজটা উপভোগ করতে চান।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।