বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মধুপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : আরেকবার ভোট ছাড়া নির্বাচন হলে শেখ হাসিনা হবে পৃথিবীর সবচাইতে বড় স্বৈরাচার। শেখ হাসিনা আওয়ামী লীগের যত ক্ষতি করেছে, আর কেউ তা করেনি। বিএনপি অবরোধ দিয়ে গাড়ি পুড়েছে, মানুষ পুড়েছে। আওয়ামী লীগ গাড়ি ও মানুষ পুড়িয়ে বিএনপির ঘাড়ে চাপাইছে। হাসিনা মাইরাও জিতছে, কান্দাইও জিতছে। আজকে মুক্তিযোদ্ধারা সবচাইতে বেশি লাঞ্ছিত। মুক্তিযোদ্ধাদের ইউএনও’র কাছে ইন্টারভিউ দিতে হয়। আমার যদি খেতাব না থাকত, তাহলে আমাকেও ইন্টারভিউ দিতে হতো। আমি দুই জন মহিলাকে মানি না। এ জন্য বিএনপিতে আমার ভাত নেই। তিনি আরও বলেন, দেশ এখন ভালো অবস্থায় নেই। দেশের সরকার দলীয় এমপি নিজ ঘরে সন্ত্রাসীদের হাতে খুন হন। দুই মাস অতিবাহিত হতে চলল। কিন্তু অপরাধীরা এখনো ধরা পড়ল না। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে।
গতকাল মধুপুর শহীদ স্মৃতি কলেজ মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ, মধুপুর উপজেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম উপরোক্ত কথাগুলো বলেন। এ ছাড়াও বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসমত আলী নেতা, ময়মনসিংহ জেলা কমিটির যুগ্ম সম্পাদক অধ্যাপক আবু সাইম, কেন্দ্রীয় যুব আন্দোলনের সভাপতি হাবিবুন নবী সোহেল, মিল্লাত তালুকদার লেবু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।