মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক: যুক্তরাষ্ট্রে মুসলিম শরণার্থী ও অভিবাসীদের প্রবেশে ট্রাম্প প্রশাসন যে কঠোর পদক্ষেপ নিয়েছে তার বিরোধিতায় এগিয়ে এলেন মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। গত শনিবার হিলারি তার টুইটারে প্রেসিডেন্ট ট্রাম্পের মুসলিম শরণার্থী ও অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞার বিরোধিতা করেন। তিনি তাদের সংবিধান ও মূল্যেবোধের প্রতি জাগ্রত জনতা যারা রাতে একত্রিত হবেন তাদের পাশে আছেন বলে তার টুইটারে লিখেছেন। হিলারির টুইটে ট্রাম্পের সিদ্ধান্তে নেতিবাচক প্রভাব পরে। ট্রাম্প সিরিয়ার অভিবাসীদের পুনর্বাসন ৪ মাসের জন্য স্থগিত করেছেন। কিন্তু তা পরিবর্তন করা যেতে পারে। এছাড়াও ইরাক, ইরান, সোমালিয়া, সুদান, সিরিয়া, লিবিয়া ও ইয়েমেন এই ৭টি দেশের মুসলিমদের ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ স্থগিত করা হয়েছে। আইনপ্রণেতাদের একটি দ্বিদলীয় গ্রুপ ছুটির দিনে ট্রাম্পের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা ও ওভাল অফিস জানায়, এটাকে মুসলিম নিষেধাজ্ঞা বলা চলে না। মিশিগান রিপাবলিকান এক প্রতিনিধি তার টুইটারে প্রেসিডেন্ট ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞার ব্যাপক বিরোধিতা করে ট্রাম্পের তীব্র সমালোচনা করেন। এছাড়াও নিউইয়র্কের ডেমোক্রেটিক সিনেটর চার্লস সুমার, ক্যালিফোর্নিয়ার সিনেটর কামালা হ্যারিস ও কানেক্টিকাটের সিনেটর ক্রিস মারফি ট্রাম্পের প্রতি নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসিও ট্রাম্পের নিন্দা করে টুইট করেছেন। ডরসি ট্রাম্পের এই সিদ্ধান্ত মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় ঘটবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন। দ্য হিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।