পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্রে বীরের মতো জীবন দিলেন বাংলাদেশী খন্দকার মুহিত রাজিব (৪৬)। কর্মরত অবস্থায় ডাকাতদের আক্রমণ থেকে একটি জুয়েলারি স্টোরে থাকা মানুষজনকে এবং স্টোরের সামগ্রী বাঁচাতে এগিয়ে আসেন তিনি। ডাকাত দলকে প্রতিহত করতে অস্ত্রের বিরুদ্ধে শুরু করেন খালি হাতে লড়াই। ডাকাতদের সাথে ধস্তাধস্তির সাথে প্রাণপণ চেষ্টায় ব্যর্থ হয়ে এক পর্যায়ে প্রাণ দেন নিজেই।
খবরে প্রকাশ, গত ২২ জানুয়ারি বিকেলে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় খন্দকার মুহিত রাজিব নিজ জুয়েলারি স্টোরে ডাকাতের গুলিতে নিহত হন। স্থানীয় সময় বিকেল ৩টায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় ডাকাত দলের ডাকাতির প্রচেষ্টা প্রতিহত করার সময় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় ডাকাত দল জুয়েলারি স্টোরে ক্যাশ লুট করে এবং ক্রেতা সাধারণের প্রতি গুলি ছোড়ে। এ সময় ডাকাত দলকে প্রতিহত করতে এগিয়ে আসেন খন্দকার মুহিত রাজিব নিজেই। ডাকাত দলকে প্রতিহত করতে প্রাণপণ চেষ্টায় ব্যর্থ হয়ে এক পর্যায়ে প্রাণ দেন নিজেই। রেখে যান স্ত্রী শারমিন নাহার তুহিন চৌধুরী (৪৫), ১৫ বছর বয়সী মেয়ে- সারা এবং ১১ বছর বয়সী ছেলে সামীকে। তার অকাল মৃত্যুতে পরিবার অসহায় ও দিশেহারা। স্থানীয় পুলিশ জানায়, ঘটনাটি হৃদয়বিদারক, কা-জ্ঞানহীন। দোষীদের মধ্যে দুই জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আরও এক জনকে খুঁজছে। যাদের বিরুদ্ধে হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।