Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক দশক পর বার্সা

| প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : গত এক দশকে ফুটবল ক্লাব বার্সেলোনা পেয়েছে তাদের সর্বকালের সেরা দল। দুই দুটি ট্রেবলসহ বছরে সম্ভব্য ৬টি শিরোপা জেতা কাতালান ক্লাবটি এসময় অজেয় খেতাবও ধারণ করে। অথচ এই দলের কাছেই রিয়াল সোসিয়াদাদ নামটি দুঃস্বপ্নের মত। সেই ২০০৭ সাল থেকে সোসিয়াদাদের মাঠ বাস্কিউ থেকে জয় নিয়ে ফেরা হয়নি বার্সার। নেইমারের হাত ধরে অবশেষে সেই গেরো কাটালো স্প্যানিশ জায়ান্টদের।
কোপা দেল রের শেষ আটের প্রথম লেগে রিয়াল সোসিয়াদাদের মাঠ থেকে পাওয়া বার্সার জয়টি ছিল ১-০ গোলের। পেনাল্টি কিক থেকে প্রথমার্ধে গোলটি করেন নেইমার। টনা ১১ ম্যাচ গোলক্ষরায় থাকা ব্রাজিলিয়ান তারকা দুই ম্যাচে করলেন দুই গোল। আরো একটি পেনাল্টি পেতে পারত বার্সা। কিন্তু ন্যূনতম ব্যবধানের এই জয়েই খুশি কোচ লুইচ এনরিকে এই বলেন, ‘সেমিফাইনালের পথে এটা প্রথম পদক্ষেপ।’
জয় পেলেও বরাবরের মত বার্সার রক্ষণকে এদিনও কঠিন পরীক্ষা দিতে হয়েছে। নিয়মিত গোলরক্ষক টার স্টেগেনের পরিবর্তে নামা ডাচ গোলরক্ষক জোসেপ চিলেসেনের লম্বা সব কিকও কার্যকরী ছিল নিজেদের রক্ষণ থেকে বল দুরে রাখতে। অবশ্য গোলের সুযোগ বেশি তৈরী করেন মেসি-নেইমার-সুয়ারেজরাই। কিন্তু কোনভাবেই যেন সুবিধা করে উঠতে পারছিল না তারা। স্বাগতিক খেলোয়াড়রাও স্বস্তিতে থাকতে দেয়নি তাদের। রেফারির উপর এদিন তাই বিরক্তও হতে দেখা গেছে ‘শান্তশিষ্ঠ’ মেসির। আর্জেন্টাইন তারকা হলুদ কার্ডও পান ফ্রি-কিক নিতে দেরি করায়। এরপরও মেসি জাদুতে মুগ্ধ প্রতিপক্ষ কোচ জর্জ স্যাম্পোলি, ‘অন্য কারো সাথে মেসির তুলনা করা মানে একজন সাধারণ পুলিশের সাথে ব্যাটম্যানের (সুপার হিরো) তুলনা করা।’
এনরিকে খুশি নিজেদের পোস্ট অক্ষত রাখতে পারায়, ‘দল কঠোর পরিশ্রম করেছে, সবার মধ্যে প্রচেষ্টা, একাগ্রতা ও মনোভাব ছিল। বিশেষ করে উভয় দলেরই রক্ষণের দৃড়তা ছিল চোখে পড়ার মত।’ তবে এখানেই সবকিছু শেষ নয়। দ্বিতীয় লেগের কথা স্বরণ করে তাই ৪৬ বছর বয়সী স্প্যানিশ কোচ বলেন, ‘দ্বিতীয় লেগে এই ফল তাদের প্রেরণা যোগাবে গোল করতে। এটা খেলায় আকর্ষণ বাড়াবে।’
একটা অস্বস্তি নিয়ে অবশ্য ফিরতে হয়েছে এনরিকের। বাঁ পায়ের গোড়ালির ইনজুরিতে আবারো মাঠের বাইরে মাঝমাঠের প্রাণ আন্দ্রেস ইনিয়েস্তা। দ্বিতীয়ার্ধের শুরুতেই তার পরিবর্তে মাঠে নামেন আন্দ্রে গোমেস। কত দিনের জন্য বার্সা অধিনায়ক দল থেকে ছিটকে গেলেন তা জানা যাবে ডাক্তারি রিপোর্টের পর। আগামীকাল লা লিগায় এইবারের বিপক্ষে যে তিনি থাকছেন না তা নিশ্চিত করেছে ক্লাব কতৃপক্ষ।
দিনের অপর ম্যাচে অঁতোয়ান গ্রিজম্যান, এঞ্জেল কোরেরা ও কেভিন গামেইরোর গোলে নিজেদের মাঠে এইবারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্সা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ