Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোয়াইট হাউসে সাংবাদিকদের ঢুকতে দেবেন না ট্রাম্প

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিতে পারেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের একজন সহযোগী সাংবাদিকদের বিরোধী দল হিসেবে চিহ্নিত করার পর হোয়াইট হাউসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারির গুঞ্জন ওঠে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এই খবর জানিয়েছে। সম্প্রতি সাংবাদিকরা হোয়াইট হাউসের পশ্চিমাংশের একটি স্থানে বসে থাকেন, যেখানে হাউসের প্রেস সেক্রেটারি নিয়মিত বিবৃতি দিয়ে থাকেন। প্রেসিডেন্ট নিজেও সেখানেই সংবাদ সম্মেলন করেন। তবে স্থানীয় এক সংবাদ মাধ্যম সূত্রে দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, সত্যিই ট্রাম্প শাসনামলে সেইখানে সাংবাদিকদের জায়গা দেয়া হবে কিনা, তা ভেবে দেখছে ট্রাম্প-প্রশাসনের উপদেষ্টারা। বেনামি সূত্রে ট্রাম্পের এমনই একজন উপদেষ্টা ওই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘তারা হলো বিরোধী দল। আমি চাই, তারা হোয়াইট হাউসের বাইরে অবস্থান করে খবর সংগ্রহ করবে। দ্য ইন্ডিপেন্ডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ